সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে একজন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের শেখনগর এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রেল পুলিশ। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বলেন, সোমবার রাত সোয়া ১২টার দিকে ঢাকামুখী ঢাকা মেইল ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন পার হয়। এরপর শেখনগর এলাকায় অজ্ঞাতনামা লোকটি ট্রেনের ছাদ থেকে পড়ে যান। ঘটনস্থলে তিনি মারা যান। স্থানীয় লোকজন বিষয়টি রেলওয়ের লাইনম্যানকে জানান। পরে সীতাকুণ্ড রেল পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এএসআই জহিরুল ইসলাম আরও বলেন, লাশের আঙুলের ছাপ নেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হবে।