সীতাকুণ্ডে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ৩

হাতকড়া
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল এলাকায় দৈনিক আজকের পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সবুজ শর্মার বাড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ তাঁদের মিরসরাই এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন আবুল হাশেম, মো. আকবর (২৩) ও মো. রাকিব (২৪)। তাঁরা সবাই সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা। আজ রোববার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে সবুজ শর্মার ভাই শ্যামল কান্তি শর্মা বাদী হয়ে আবুল হাশেমকে প্রধান করে ২৪ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ১৫-২০ জন যুবকের সবুজ শর্মার দুটি গাছের আম পাড়ছিল। এ সময় সবুজের বাড়ির লোকজন তাঁদের বাধা দিলে ওই যুবকেরা ক্ষিপ্ত হয়ে সবুজের ঘরে ঢুকে আসবাব ভাঙচুর করেন পরে যাওয়ার সময় তাঁরা ওই বাড়ির লোকজনকে হত্যার হুমকি দিয়ে যান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, মামলার পর থেকেই পুলিশ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু আসামিরা ওই রাতে মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে গতকাল বিকেলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।