সীমানা জটিলতায় চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচন স্থগিত
সীমানাসংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে থাকা রিট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোট স্থগিত থাকবে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান এ তথ্য দিয়েছেন।
নির্বাচন কমিশন থেকে পাওয়া এক পত্রের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বেলা তিনটার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে মোতাওয়াক্কিল রহমান এই ঘোষণা দেন।
মোতাওয়াক্কিল রহমান জানান, নির্বাচন পরিচালন-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রটি বেলা সোয়া দুইটার দিকে পাওয়া গেছে। এই পত্রে রিট পিটিশনের উল্লেখ করে বলা হয়েছে, একটি এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত হওয়া না হওয়ার বিষয়টি জড়িত রয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নির্বাচন কমিশনের নির্দেশ পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা পৌর নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। অবশ্য তখন তিনি এর কারণ জানাতে পারেননি।