default-image

সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ ও তাঁর স্ত্রী মাশকুরা হোসাইন দীনার করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাঁদের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর জানান।

সাংসদের ব্যক্তিগত সহকারী সুমিত চৌধুরী বলেন, সাংসদ পীর মিসবাহ ও তাঁর স্ত্রী দীনা কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। এ অবস্থায় তাঁরা করোনার পরীক্ষার জন্য নমুনা দেন। নমুনা পরীক্ষার পর গতকাল রাতে জানতে পারেন, তাঁরা কোভিড–১৯ পজিটিভ। তাঁরা দুজনই সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শ নিয়ে বর্তমানে ঢাকার ন্যাম ভবনে সাংসদের বাসায় আইসোলেশনে আছেন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন