সুনামগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

ধর্ষণ
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতকে নানা বাড়িতে বেড়াতে যাওয়ার সময় রাস্তা থেকে তুলে নিয়ে এক তরুণীকে (২১) চার তরুণ ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ভাতগাওঁ ইউনিয়নের হাসামপুর পয়েন্টে থেকে ওই তরুণীকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় গতকাল পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হাসামপুর গ্রামের মতিউর রহমান (২৬) ও দিলদার হোসেন (২৮) এবং একই ইউনিয়নের কামারগাওঁ গ্রামের বিল্লাল হোসেন (২৬)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার ভাতগাওঁ ইউনিয়নের বাসিন্দা ওই তরুণী হেঁটে তাঁর নানাবাড়িতে যাচ্ছিলেন। এ সময় হাসামপুর পয়েন্টে যাওয়ার পর ওই তরুণীকে একা পেয়ে মতিউর ও দিলদার জোর করে পার্শ্ববর্তী সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামে মতিউরের এক আত্মীয়ের বাড়তে নিয়ে যান। পরে সেখানে দুজন মিলে ওই তরুণীকে ধর্ষণ করেন।

এরপর একটি নৌকাযোগে মেয়েটিকে নিয়ে একই ইউনিয়নের কামারগাওঁ গ্রামে বিল্লাল হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। মতিউর ও দিলদার হোসেন এরপর সেখান থেকে চলে আসেন। পরে বিল্লাল ও কামরান আহমদ (২৬) নামের আরও দুই তরুণ ওই তরুণীকে ধর্ষণ করেন।

ওই তরুণী নানাবাড়িতে পৌঁছায়নি জেনে পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে বিল্লালের বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়। এদিকে ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন মতিউর ও দিলদারকে হাসামপুর থেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে কামারগাওঁ গ্রাম থেকে বিল্লালকেও গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ওই তরুণীর ভাই বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।