সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে নজির হোসেন (৫০) নামের ওই কৃষকের মৃত্যু হয়।
গতকাল রোববার দুপুরে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। নজির হোসেনের বাড়ি দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা, গতকাল দুপুরে জালালপুর গ্রামের মদরিছ মিয়ার পালিত কয়েকটি গরু একই গ্রামের কৃষক নজির হোসেনের জমির ধান খেয়ে ফেলে। বিষয়টি দেখতে পেয়ে নজির হোসেন জমি থেকে গরুগুলো বের করে দেন। পরে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে মদরিছ মিয়া নজির হোসেনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা নজির হোসেনের ওপর হামলা চালান। এতে তিনি আহত হন।
প্রথমে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়। সেখানে আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, জমিতে গরুর ধান খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। এতে আহত একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। থানায় এখনো কোনো মামলা হয়নি।