সুন্দরবনের রুপার খালের চর থেকে বাঘের মরদেহ উদ্ধার
সুন্দরবনের গহিন থেকে একটি বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার এলাকার রুপার খালের চরে ওই মরদেহ পাওয়া যায়।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বাঘটির উচ্চতা, দৈর্ঘ্য-প্রস্থ নিশ্চিত করে বলতে পারেনি বন বিভাগ। তবে আনুমানিক ১৫-১৬ বছর বয়সী পুরুষ বাঘটির বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে দাবি বন বিভাগের।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সুন্দরবনের দুবলার চর এলাকার টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলে বের হয়েছিলেন। ফাঁড়িসংলগ্ন রুপার খাল এলাকা দিয়ে যাওয়ার সময় চরে একটি বাঘকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা। তখন তাঁরা সেখানে নেমে বাঘটিকে উদ্ধার করেন। উদ্ধার বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
বন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, দুই–এক দিন আগে বাঘটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাঘটিকে দেখে মনে হচ্ছে রোগাক্রান্ত ও রুগ্ণ ছিল। বয়স হবে আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। বাঘের শরীরে পচন ধরায় উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থ মাপা যায়নি। বাঘ সাধারণত ১৬ থেকে ২০ বছর বয়স পর্যন্ত বাঁচে। বয়সের কারণে (বার্ধক্যজনিত) বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও বাঘটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার মাথা সংগ্রহ করে ঢাকার বন্য প্রাণী পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।