সুন্দরবন থেকে অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে তিন জেলে গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

সুন্দরবনের নদী থেকে অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে তিন জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বুড়িগোয়ালিনী, কদমতলা ও কোবাতক বন স্টেশন অফিসের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।

আটক হওয়া ওই তিন জেলে হলেন শ্যামনগর উপজেলার হেতলখালী গ্রামের ইশার আলী (৪০), ধুমঘাট গ্রামের সাবের আলী সরদার (৪২) ও মাফিজুল সরদার (৪০)। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ১টি নৌকা, ৫০ কেজি কাঁকড়া, জাল ও ৫০টি আটন জব্দ করা হয়।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার সময় ওই তিন জেলেকে বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার করা হয়েছে। জুন থেকে আগস্ট, এই তিন মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ। আটক জেলেদের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। এদিকে উদ্ধার হওয়া কাঁকড়াগুলো সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।