সুশাসনের বাংলাদেশ করতে হবে: ইনু

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। শনিবার সকালে
প্রথম আলো

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সামরিক শাসন আর সাম্প্রদায়িকতার ঝাপটা মোকাবিলা করে বাংলাদেশ সফলতার সঙ্গে পৃথিবীর বুকে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, সামনে বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে হলে সুশাসনের বাংলাদেশ করতে হবে।

আজ শনিবার সকাল সোয়া আটটার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে হাসানুল হক ইনু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, সুশাসনের বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি ও দলবাজির সমস্যা মোকাবিলা করতে হবে। একই সঙ্গে দারিদ্র্য ও বৈষম্যের সমস্যাও মোকাবিলা করতে হবে।

ইনু বলেন, বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমাজতান্ত্রিক অর্থনীতির পথই অনুসরণ করা দরকার। সুশাসনের পথই অনুসরণ করা দরকার।