ঝিনাইদহে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষার হল থেকে ফেসবুকে লাইভ করা ছাত্রলীগ নেতা মনির হোসেন ওরফে সুমনকে বহিষ্কার দেখিয়ে ফলাফল প্রকাশ করা হয়েছে। সুমন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কালীগঞ্জ শহরের প্রিজম কম্পিউটার একাডেমির শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
আজ সোমবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুর রহমানের স্বাক্ষরিত ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে দেখা গেছে, মনির হোসেনকে বহিষ্কারের পাশাপাশি প্রিজম কম্পিউটার একাডেমির বাকি ১৪ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জুলাই-ডিসেম্বর সেশনের পরীক্ষায় প্রিজম কম্পিউটার একাডেমি থেকে ১৫ জন অংশ নেন। গত ৮ এপ্রিল ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় ছাত্রলীগ নেতা মনির হোসেনের ৯ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ফেসবুক লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফেসবুক লাইভে মনির হোসেনকে বলতে শোনা যায়, ‘আমরা ছাত্রলীগ, যেখানে যাব সেখানেই বুলেট। রোজা থেকে পরীক্ষা দিচ্ছি, গোল্ডেন এ প্লাস পাব। পরীক্ষার খাতায় গ্রুপের জায়গা লিখে দিয়েছি, “এমপি আনার গ্রুপ” (সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার)। স্যাররা এ প্লাস না দিলে বোর্ডমোড ভেঙে ফেলবানে।’
এ ঘটনা তদন্তে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ইনস্ট্রাক্টর সোহরাব হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দেয়। সেখানে মনির হোসেনের পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়।
অন্যদিকে ঘটনার রাতেই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্জ কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।