default-image

সেচযন্ত্র কিনতে বাড়ি থেকে জেলা শহরে যাচ্ছিলেন কৃষক মোতালেব হোসেন (৫০)। পথেই একটি গাড়ির (লড়ি) চাপায় নিহত হন তিনি। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় এ ঘটনা ঘটে।

মোতালেব ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মৃত নজিবর মিয়ার ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ি ও পরিবার সূত্রে জানা গেছে, এখন বোরো মৌসুম শুরু হয়েছে। দুপুরে সেচযন্ত্র কিনতে মৌহালী গ্রামে বাড়ি থেকে একটি রিকশাভ্যানে করে জেলা শহরে যাচ্ছিলেন কৃষক মোতালেব। বিকেল পৌনে চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় পৌঁছালে পেছন থেকে দুধভর্তি একটি গাড়ি (লরি) রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মোতালেব সড়কের ওপরে পড়ে যাওয়ার পর গাড়িটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে এ ঘটনায় ভ্যানচালক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মোতালেবের চাচাতো ভাই ইউসুফ আলী বলেন, মোতালেব নিজেও বোরোর আবাদ করেন। পাশাপাশি অন্যের জমিতে সেচ দেওয়ার যন্ত্র কিনতে যাচ্ছিলেন।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শামীম আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোতালেবের লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি বলেন, লরিটিকে জব্দ করা গেলেও এর চালক ও সহকারী পালিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন