সেচ পাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সেচ পাম্প (বৈদ্যুতিক মোটর) মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল রোববার রাতে উপজেলার আওনা ইউনিয়নের রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম ফয়সাল মিয়া (১২)।

স্কুলছাত্রের পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়সাল মিয়া গতকাল রাত নয়টার দিকে নিজ বাড়িতে ইরি-বোরো খেতের বৈদ্যুতিক সেচ পাম্প মেরামত করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফয়সাল বাটিকামারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

সন্তান হারিয়ে বিলাপ করছিলেন ফয়সালের বাবা বাবুল মিয়া। তিনি বলছিলেন, ‘তোমরা আমার ফয়সালকে আইনে দেও। ছেলে আমার কারেন ধইরে মারা গেল।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) দেবাশীষ রাজবংশী বলেন, হাসপাতালে আনার আগেই ফয়সাল মারা গেছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।