সেতুর ওপর বালু-পাথর, চলাচলে দুর্ভোগ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আদ্রা সেতুর ওপর এক মাস ধরে ঠিকাদার আরেকটি সেতুর নির্মাণের জন্য নিয়ে আসা বালু-পাথর রেখে দিয়েছেন। এতে সেতুর অর্ধেক অংশ বন্ধ হয়ে গেছে। বালু ও পাথর ফেলে রাখার কারণে সেতুর ওপর দিয়ে দুই সারিতে যানবাহন চলাচল করতে পারেছ না। এতে দুই উপজেলার মানুষ সেতু দিয়ে চলাচলের সময় দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় লোকজন ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, সাতপোয়া ইউনিয়নের ধানাটা-জামিরা সড়কের আদ্রা আলিম মাদ্রাসার পূর্ব পাশে সেতুটি অবস্থিত। এ সেতু দিয়ে সরিষাবাড়ী-মাদারগঞ্জ দুই উপজেলার কয়েক লাখ মানুষ যাতায়াত করে। সম্প্রতি আনোয়ার হোসেন নামের এক ঠিকাদার আদ্রা আলিম মাদ্রাসার পশ্চিম পাশে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করেন। সেতু নির্মাণের পাথর-বালু এক মাস ধরে আদ্রা আলিম মাদ্রাসার পূর্ব পাশের সেতুতে রেখে দেওয়া হয়েছে।
আদ্রা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাজনীন আক্তার বলে, সেতুর ওপর পাথর-বালু রাখায় কষ্ট করে মাদ্রাসায় যাওয়া-আসা করতে হয়। সেতুর অর্ধেকটা পাথর-বালু দিয়ে ভরা।
আদ্রা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুখলেছুর রহমান বলেন, সেতুর ওপর দিয়ে মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী আসা-যাওয়া করে। পাথর-বালু রাখায় প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটে। পাথরে ঘষা লেগে বাইসাইকেল, ইজিবাইক কয়েকবার উল্টে গেছে।
আদ্রা গ্রামের বাসিন্দা আবদুল কাদের বলেন, ‘সেতুর ওপর ঠিকাদার পাথর-বালু রাখছে। এহন মানুষ আইতে-যাইতে পারে না শান্তিমতো।’
এ বিষয়ে ঠিকাদার আনোয়ার হোসেন বলেন, আশপাশে জায়গা না থাকায় এ সেতুর ওপর পাথর-বালু রাখা হয়েছে। দু-এক মাসের মধ্যে নতুন সেতুর কাজ শেষ হলে আর দুর্ভোগ থাকবে না।
সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, অনেকবার ঠিকাদারকে বলা হয়েছে সেতুর ওপর থেকে পাথর-বালু সরিয়ে নিতে। কিন্তু তিনি এসব নির্মাণসামগ্রী সরিয়ে নেননি।
উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, পাথর-বালু সরিয়ে নিতে শিগগিরই ঠিকাদারকে বলা হবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।