সেতুর পাটাতন ভাঙায় ধুনট-শেরপুর সড়কে ভারী যান চলাচল বন্ধ

পাটতন ভেঙে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও ঝুঁকি নিয়ে চলছে তিন চাকার যানবাহনগুলো। আজ মঙ্গলবার বগুড়ার ধুনট-শেরপুর সড়কের চরপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

বেইলি সেতুর পাটাতনের একটি অংশ ভেঙে যাওয়ায় বগুড়ার ধুনট-শেরপুর সড়ক দিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে ধুনট পৌরসভা এলাকার চরপাড়া গ্রামের খালের ওপর নির্মিত বেইলি সেতুটিতে সতর্কবার্তা হিসেবে দুটি লাল পতাকা টাঙানো হয়েছে।

আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, দুই পাশে দুটি পিলার দিয়ে ৩০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মাণ করা হয়েছে। এই সেতুর মাঝপথের পাটাতনগুলো দুই দিকে সরে ফাঁকা হয়ে গেছে। ফাঁকা স্থানে যানবাহনের চাকা পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অর্থায়নে ২০০২ সালে বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের পৌর এলাকার চরপড়া গ্রামের খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালবোঝাই ভারী যানবাহন পারাপার হয়েছে। এ কারণে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও ওই সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালবোঝাই যানবাহন ঝুঁকি নিয়েই পারাপার অব্যাহত ছিল। সওজের পক্ষ থেকে জোড়াতালি দিয়ে কয়েক দফা ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করেছে। এ অবস্থায় আজ সকালে আবার সেতুটির মাঝখানের পাটাতন সরে গেছে।

অন্য কোনো সড়ক দিয়ে যোগাযোগের ব্যবস্থা না থাকায় ওই সেতুর ওপর দিয়ে জেলা শহরের সঙ্গে ধুনট উপজেলার সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভটভটি, রিকশা, ভ্যানসহ ছোট যানগুলো যাত্রী ও মালামাল নিয়ে চলাচল করছে। তবে বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

চরপাড়া গ্রামের আবুল কালাম বলেন, কদিন ধরেই এ অবস্থা হয়েছে। আজ সকালের দিকে আরও বেশি হয়েছে। গাড়িচালকদের চলাচল করতে নিষেধ করছেন কিন্তু কেউ মানছেন না। তাই সতর্ক করতে লাল পতাকা দেওয়া হয়েছে।

সিএনজিচালিত অটোরিকশার চালক হাফিজার রহমান বলেন, ‘সকাল থেকে ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে যাত্রীসহ চলাচল করছি। বিকেলের দিকে ঝুঁকি আরও বেড়েছে। দ্রুত মেরামত করা না হলে চলাচল বন্ধ হয়ে যাবে।’

বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, খোঁজ নিয়ে চরপাড়া বেইলি সেতু দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।