সেতুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি সেতুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার রাত একটার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত কলেজছাত্রের নাম মাহমুদুল হক ওরফে তুষার (২১)। তিনি সিরাজগঞ্জ সরকারি বি এ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মাহমুদুল উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আবদুস সালামের ছোট ছেলে। আজ সোমবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাহমুদুল হকসহ তাঁরা ছয় বন্ধু মিলে দুটি মোটরসাইকেলে করে তাড়াশের বিনসাড়া গ্রামের বন্ধু নূরুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। সেখানে রাতের খাবার শেষে তাঁরা রাত ১২টার দিকে মোটরসাইকেলে করে বিনসাড়া বাজারে আসেন। এরপর প্রায় দুই কিলোমিটার উত্তরে ধোপাগাড়ি বাজারে যাওয়ার পথে মাহমুদুল হককে বহন করা মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারান। পরে মোটরসাইকেলের সঙ্গে একটি সেতুর ধাক্কা লাগে। এতে মাহমুদুল হক গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে শনিবার তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত একটার দিকে তিনি মারা যান।
মাহমুদুল হক উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে বারুহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন বলেন, তাঁর এমন মৃত্যু দুঃখজনক।