সেপটিক ট্যাংক থেকে বাবার গলাকাটা লাশ উদ্ধার, ছেলে আটক
নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে ষাটোর্ধ্ব ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, বাবাকে গলা কেটে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রেখেছিলেন একমাত্র ছেলে। গতকাল বুধবার দিবাগত রাতে সেখান থেকেই লাশটি উদ্ধার করা হয়। ওই ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। রাজশাহী নগরের দামকুড়া থানার আসগ্রাম পাটনিপাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম সাজ্জাদ আলী (৬৫)। তিনি কৃষিকাজ করতেন। এক বছর আগে তাঁর স্ত্রী মারা গেছেন। তাঁর ছেলের নাম রাসেল আলী ওরফে স্বপন (৩২)। তিনি জমি বেচাকেনার ব্যবসা করেন।
রাজশাহী নগরের দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, বাবা সাজ্জাদ আলী ফের বিয়ে করার জন্য বাড়িতে প্রস্তাব করেছিলেন। বিয়ে করলে সম্পত্তির অংশীদার তৈরি হবে। এতেই ক্ষিপ্ত হয়ে বাবাকে হত্যা করেছেন রাসেল। পুলিশের কাছে তিনি এসব কথা স্বীকার করেছেন।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ আলীকে পাওয়া যাচ্ছিল না। সাজ্জাদ আলীর ভাই গতকাল দামকুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই সূত্র ধরে পুলিশ অনুসন্ধান চালায়। একপর্যায়ে রাসেলকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে হত্যাকাণ্ডের সূত্র পাওয়া যায়। বাড়ির সেপটিক ট্যাংক থেকে বুধবার রাতে সাজ্জাদ আলীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।