সৈয়দপুরে নিজ বাসায় কাপড় ব্যবসায়ী খুন
নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীরহাট এলাকায় নিজ বাসা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম রিয়াজ উদ্দিন (৬২)। সৈয়দপুর শহরে তিনি কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশের ভাষ্য, মাথায় আঘাত করে হত্যার পর এ ব্যবসায়ীর লাশ কম্বল মুড়ি দিয়ে রাখা হয়েছিল।
নিহত ওই ব্যবসায়ীর ছেলে মোহাম্মদ জামিল প্রথম আলোকে জানান, কাজীরহাট ঈদগাহের পাশে তাঁদের তিনতলা বাড়ির নিচতলায় থাকতেন তাঁর বাবা রিয়াজ উদ্দিন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে তাঁরা জানতে পারেন তিনি খুন হয়েছেন। এই ব্যবসায়ীর সঙ্গে কারোর বিবাদ ছিল না বলে জানান তাঁর ছেলে।
সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার বলেন, ব্যবসায়ীর মরদেহ দেখে এ মৃত্যুর ঘটনাকে রহস্যজনক মনে হয়েছে তাঁর।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান প্রথম আলোকে বলেন, আজ ভোররাতে মাথা থেতলে দিয়ে ওই ব্যবসায়ীকে হত্যার পর লাশ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।