সোনাগাজীতে পুলিশের কঠোর অবস্থানে মাঠে নামতে পারেনি বিএনপি

বিএনপির কর্মসূচিকে ঘিরে ফেনীর সোনাগাজী পৌরশহরে পুলিশের কঠোর অবস্থান। আজ বিকেলে শহরের তাকিয়া রোড এলাকায়
ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজীতে পুলিশের কঠোর অবস্থানের কারণে আজ শনিবার বিক্ষোভ মিছিল বের করতে পারেননি বিএনপির নেতা–কর্মীরা।

দলীয় সূত্র জানায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এদিন সারা দেশে বিক্ষোভ–সমাবেশ কর্মসূচি ছিল দলটির। এ কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল থেকে সোনাগাজী পৌর শহরসহ উপজেলা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দিনভর পুলিশ কঠোর অবস্থানে থাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা শহরের কয়েকটি স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেও পারেননি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, কেন্দ্রঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করতে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু পুলিশের কঠোর অবস্থান ও সরকারদলীয় নেতা–কর্মীদের হুমকির কারণে তাঁরা মাঠে নামতে পারেননি।

জামাল উদ্দিন আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশের অনুমতি চেয়ে তা মেলেনি। আজ সকাল থেকে পুলিশের পক্ষ থেকে কর্মসূচি পালন না করার জন্য বলা হয়। এরপরও বিকেলে দলীয় নেতা–কর্মীরা শহরের বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ পৌর শহরের সব কটি সড়কের মুখে অবস্থান নেওয়ায় তাঁরা মিছিল বের করতে পারেননি। শহরের কলেজ রোডে তাঁর বাড়ির সামনে সকাল থেকে পুলিশ অবস্থান করায় তিনি নিজেও সন্ধ্যা পর্যন্ত বাড়ি থেকে বের হতে পারেননি।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোনাগাজীতে কেউ যাতে নাশকতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য সকাল থেকে পৌর শহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও উপজেলা বিভিন্ন স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছিল।