সোনাগাজীতে বাণিজ্য মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন
ফেনীর সোনাগাজীতে ব্যবসায়ীদের দাবির মুখে বাণিজ্য মেলার আয়োজন বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাতে জেলা প্রশাসকের নির্দেশে মেলার স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, প্রশাসন থেকে অনুমতি না নিয়ে এক শ্রেণির প্রভাবশালীর যোগসাজশে কয়েকজন পৌর শহরের তেরিচাপুল এলাকায় জায়গা ভাড়া করে বাণিজ্য মেলার আয়োজন করছিলেন। পৌর বাজারের ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় মেলা বন্ধের জন্য গতকাল দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
পৌর শহরের ব্যবসায়ীদের ভাষ্য, গত দুই বছর করোনা মহামারির কারণে দোকান ও শপিং মল বন্ধ থাকায় তাঁরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু তাঁদের ক্ষতির কথা চিন্তা না করে একটি মহল মেলার আয়োজন করে স্টল নির্মাণ, আলোকসজ্জা, গেট নির্মাণসহ প্রায় সব কাজ সম্পন্ন করে কাল বুধবার মেলা উদ্বোধনের জন্য দিনক্ষণ ঠিক করে। ব্যবসায়ীদের ক্ষতি করে পৌর শহরে মেলা হতে না দেওয়ার দাবিতে তাঁরা স্মারকলিপি দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে এবং নির্বাচনকালে এ ধরনের আয়োজন করার অনুমতি নেই। প্রশাসনের অনুমতি না নিয়ে পৌরসভার তেরিচাপুল এলাকার কিছু লোকজন একটি মেলার আয়োজন করেন। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে মেলা বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এম মাজেদ নামের মেলার আয়োজনকারী একজনের কাছ থেকে মুচলেকা নিয়ে মেলা বন্ধ করে দেওয়া হয়।