সোনাতলায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে সাংবাদিক নিহত
বগুড়ার সোনাতলা উপজেলায় ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (৪৮) নামের স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন।
আজ শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ভেলুরপাড়া-সোনাতলা সড়কের রানীরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। হাবিবুরের বাড়ি সোনাতলা সদরের কাবিলপুর এলাকায়। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তবার্তা পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি বলে পুলিশ জানিয়েছে।
আহত দুই সাংবাদিক হলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ এবং দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি আবদুর রাজ্জাক।
আহত অপরজন ওই ইজিবাইকের চালক। তবে তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি থানা–পুলিশ।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ভেলুরপাড়া থেকে একটি মোটরসাইকেলে তিনজন সাংবাদিক উপজেলা সদরে ফিরছিলেন। মোটরসাইকেলচালক ছিলেন হাবিবুর রহমান। অন্য দুজন আরোহী ছিলেন। মোটরসাইকেলটি ভেলুরপাড়া থেকে রানীরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিষ্টিবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক ও মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয় লোকজন আহত চারজনকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে সাংবাদিক হাবিবুর রহমান মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় অপর দুই সাংবাদিক ও ইজিবাইকচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইজিবাইকচালকের স্বজনদের খোঁজ চলছে।