সোনারগাঁয়ে ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থীর ক্যাম্পে আগুন, সমর্থকদের বিক্ষোভ

অগ্নিসংযোগের প্রতিবাদে আজ দুপুরে সোহাগ রনির কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেছেন। সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কালিগঞ্জ এলাকায়
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোহাগ রনির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।

অগ্নিসংযোগের প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে সোহাগ রনির কর্মী ও সমর্থকেরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন। আজ বেলা ২টার দিকে সোহাগ রনির কর্মী–সমর্থকেরা ওই নির্বাচনী ক্যাম্পের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। গতকাল রাতে ওই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোহাগ রনি ও তাঁর সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়। এতে ক্যাম্পের ভেতরে থাকা কাগজ ও বাঁশ দিয়ে তৈরি নৌকা প্রতীক ও পোস্টার পুড়ে গেছে।

সোহাগ রনি অভিযোগ করে বলেন, নৌকা প্রতীক না পেয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা গতকাল নানাভাবে তাঁদের হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অগ্নিসংযোগের ঘটনায় ক্যাম্পের ভেতরে থাকা কাগজ ও বাঁশ দিয়ে তৈরি নৌকা প্রতীক ও পোস্টার পুড়ে গেছে
ছবি: প্রথম আলো

তবে অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ ওরফে বাবু বলেন, রাতের আঁধারে কে বা কারা নৌকার ক্যাম্পে আগুন দিয়েছে। এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে তিনি এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানান।

ঘটনার পর আজ সকালে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি হাফিজুর রহমান বলেন, নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।