নিহত স্বর্ণ ব্যবসায়ী অমর সরকার
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক সোনা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। নারায়ণপুর গরুর বাজার এলাকা থেকে আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে অমর সরকার (৩৭) নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই ব্যবসায়ীর দোকানের কর্মচারী অনিক সরকারকে আটক করা হয়েছে।

নারায়ণপুর বাজার এলাকায় গতকাল সোমবার রাত ১১টা থেকে ৩টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহত অমর সরকার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠেটালিয়া গ্রামের রবি ভক্তর ছেলে। সাত বছর ধরে তিনি মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামে পরিবার নিয়ে বসবাস করছিলেন। নারায়ণপুর বাজারে অনেক দিনের সোনার ব্যবসা ছিল তাঁর। অমর সরকারের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পুলিশ, পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে দোকান বন্ধ করে কর্মচারী অনিককে সঙ্গে নিয়ে উপজেলা সদরে বোন মাধুরী ভক্তের বাড়ির দিকে রওনা হন অমর সরকার। বোনের বাড়িতে পৌঁছে কিছুক্ষণ পর রাত ১১টায় ওই কর্মচারীকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশায় নিজ বাসার দিকে রওনা দেন। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি। স্ত্রী প্রিয়াংকা সরকার একাধিকবার তাঁর মুঠোফোনে কল করে নম্বরটি বন্ধ পান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি পরিবারের লোকজন।

গতকাল দিবাগত রাত আড়াইটায় অমর সরকারের বাড়িতে এসে কর্মচারী অনিক জানান, অমর সরকারের লাশ নারায়ণপুর এলাকার গরুর বাজারে পড়ে আছে। পরিবারের লোকজন ঘটনাস্থলে যান এবং সেখানকার একটি খোলা জায়গায় ওই ব্যবসায়ীর গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পান। তাঁরা বিষয়টি পুলিশকে জানালে আজ ভোর পাঁচটায় সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির স্ত্রী প্রিয়াংকা সরকার বলেন, তাঁর স্বামী একজন সরল মানুষ। তাঁর সঙ্গে এলাকার কারও কোনো বিরোধ নেই। কী কারণে এভাবে জবাই করে তাঁকে হত্যা করা হয়েছে, তা বুঝতে পারছেন না তাঁরা। কাউকে সন্দেহও করতে পারছেন না। তাঁর সঙ্গে নগদ কত টাকা ছিল কি না, তা–ও জানেন না। স্বামীকে হারিয়ে এখন পাগলপ্রায় প্রিয়াংকা। থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, বিষয়টি জানার পরই তাঁর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীর লাশটি উদ্ধার করেছে। ওই ব্যক্তির কর্মচারী অনিক সরকারকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর থানার পুলিশ ছাড়াও চাঁদপুর পিবিআই ঘটনাটি তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর সব জানা যাবে। এ ব্যাপারে তাঁর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।