করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাচাশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষক দিয়ে চলে পাঠদান। এর মধ্যে তিন শিক্ষকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শুক্রবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

করোনাভাইরাস শনাক্ত হওয়া তিন শিক্ষক হলেন বাচাশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া সুলতানা, সহকারী শিক্ষক মিনু রানী কর ও সাজেদা পারভিন। তাঁরা তিনজনই বাড়িতে আইসোলেশনে আছেন।

শিক্ষকদের পরিবার সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক রিজিয়া সুলতানা ১০ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ১১ জানুয়ারি খবর পান তাঁর করোনা পজিটিভ। করোনা উপসর্গ দেখা দেওয়ায় ওই দিন একই স্কুলের অপর তিন শিক্ষক মিনু রানী কর, সাজেদা পারভিন ও শামসুল হক নমুনা দেন। ১২ জানুয়ারি মিনু ও সাজেদার করোনা শনাক্ত হয়।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা বিলকিস বলেন, স্কুলটির চার শিক্ষকের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শ অনুযায়ী, পাশের স্কুল থেকে দুজন শিক্ষক দিয়ে স্কুল চালানো হচ্ছে। করোনায় আক্রান্ত তিন শিক্ষক তাঁদের নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।