স্ত্রীকে হত্যার পর ১৭ বছর আত্মগোপনে থাকা আশরাফের সদস্যপদ বাতিল

আশরাফ হোসেন ওরফে কামালকে গ্রেপ্তারের তথ্য জানাতে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে র‍্যাব
ছবি: র‍্যাব

স্ত্রীকে হত্যার ১৭ বছর পর র‍্যাবের হাতে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ হোসেনের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করেছে ঢাকার আশুলিয়া প্রেসক্লাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

২০০৫ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্ত্রীকে হত্যা করে দীর্ঘ ১৭ বছর ধরে আশুলিয়ায় আত্মগোপনে ছিলেন আশরাফ হোসেন। সেই মামলায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। গত বৃহস্পতিবার রাতে সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-১১

র‌্যাব জানিয়েছে, আত্মগোপনের এক বছর পর ২০০৬ সালে আশরাফ আশুলিয়ায় সাপ্তাহিক মহানগর বার্তা নামের একটি পত্রিকায় যোগ দেন। পরিচয় গোপন করে একই বছর তিনি আশুলিয়া এলাকায় বিয়ে করেন। ২০০৯ সালে তিনি আশুলিয়া প্রেসক্লাবের সদস্য হন। ২০১৩-১৪ মেয়াদে তিনি আশুলিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হন। সর্বশেষ তিনি সাপ্তাহিক স্বদেশ নামের একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।

জহিরুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সদস্য আশরাফ হোসেনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনায় বিভিন্ন সংবাদমাধ্যম ও র‌্যাবের প্রেস ব্রিফিংয়ে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এ–সংক্রান্ত বিষয়টি তুলে ধরা হলে তাঁর সদস্য পদ স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

জহিরুল ইসলাম বলেন, সবার চোখ ফাঁকি দিয়ে এবং প্রকৃত তথ্য গোপন করে আশরাফ হোসেন আশুলিয়া প্রেসক্লাবের সদস্য হয়েছিলেন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন