স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আপন দুই ভাই

দুই স্বতন্ত্র প্রার্থী আবু তালেব ও হাবিবুর রহমান (বাঁ থেকে)
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরের গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপন দুই ভাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। রির্টানিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এ দুজন হলেন গোপীনাথপুর ইউনিয়নের বারইল গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান ও মো. আবু তালেব। গোপীনাথপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য আরেকজন হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু ছাঈদ জোয়ার্দ্দার।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে গোপীনাথপুর ইউপি নির্বাচনে হাবিবুর বিএনপির দলীয় প্রার্থী ছিলেন। তখন তিনি অল্প ভোটের ব্যবধানে আবু ছাঈদ জোর্য়াদ্দারের কাছে পরাজিত হয়েছিলেন। এবার ইউপি নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ না নিলেও হাবিবুর ও আবু তালেব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে প্রার্থীতা যাচাই-বাচাই শেষে আবু তালেব তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।

জানতে চাইলে আবু তালেব বলেন, ‘আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আগে প্রার্থীতা যাচাই-বাছাই হোক। তারপর নির্বাচনে থাকব কি না, সেটি সময়ই বলে দেবে।’

হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, গত নির্বাচনে তাঁকে পরিকল্পিতভাবে হারানো হয়েছিল। ছোট ভাইয়ের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আবু তালেব কেন মনোনয়নপত্র জমা দিয়েছে, সেটা তিনি জানেন না।