default-image

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা নবজাতকের লাশ নিয়ে টানাহেঁচড়া করছিল একটি কুকুর। আজ বুধবার উপজেলার উত্তর চরলরেঞ্চ পূর্ব মুজিবনগর মতিরহাট-তোরাবগঞ্জ সড়ক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে পড়ে থাকা একটি কালো ব্যাগ থেকে নবজাতকের লাশ টেনেহিঁচড়ে বের করে আনে কুকুরটি। এই দৃশ্য দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, একটি ব্যাগ থেকে কুকুর টেনেহিঁচড়ে নবজাতকের লাশ বের করে। দূর থেকে এটি দেখে কাছে গিয়ে কুকুরকে তাড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে শিশুটির লাশ ক্ষতবিক্ষত হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করেছে বলে জানান কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাখন লাল রায়। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
মন্তব্য করুন