সড়ক সংস্কারসহ পাকাকরণের দাবিতে মধুখালীতে মানববন্ধন

মধুখালীর কামারখালী মুরগি বাজার এলাকায় দেড় কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী
ছবি: প্রথম আলো

ফরিদপুরের মধুখালীর কামারখালী ইউনিয়নের দেড় কিলোমিটার একটি সড়ক সংস্কারসহ পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে উপজেলা চেয়ারম্যানের কাছে ৫২৫ জনের স্বাক্ষরসহ একটি স্মারকলিপি প্রদান করা হয়। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কামারখালী মুরগি বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সড়কটি কামারখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত। কামারখালী মুরগি বাজার থেকে মোল্লাবাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কটি সংস্কারের দাবিতে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মো. ফরিদুল ইসলাম, তালহা জুবায়ের, মো. সবুজ, শামীম, দোলেনা বেগম, ইয়াসমিন আক্তার প্রমুখ। এতে এলাকার নানা শ্রেণি–পেশার শতাধিক মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

বক্তারা বলেন, দীর্ঘ দুই যুগ আগে ইট বিছিয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। এরপর আর সংস্কার করা হয়নি। এর মধ্যে অনেকে আশার বাণী শোনালেও বাস্তবায়ন করেননি। বর্তমানে রাস্তাটি ভাঙাচোরা ও খানাখন্দে ভরে যাওয়ায় গ্রামের মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। রোগী নিয়ে সময়মতো হাসপাতালে যাওয়া যায় না। বর্ষায় সড়কটি কাদাপানিতে একাকার হয়ে যায়। তখন কাদা মাড়িয়ে চলাচল করা ছাড়া এলাকাবাসীর উপায় থাকে না। এ সময় ভাঙা রাস্তাটি দ্রুত সংস্কার ও পাকা করার দাবি জানান তাঁরা।

মানববন্ধন শেষে এলাকাবাসীর উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়। মো. শহীদুল ইসলাম বলেন, সড়কটির বেহালের কথা তিনি জেনেছেন। যত দ্রুত সম্ভব দেড় কিলোমিটার দৈর্ঘ্যের ওই সড়ক সংস্কারসহ পাকা করার উদ্যোগ নেবেন তিনি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে ইট বিছানো সড়কটি নির্মাণ করা হয়। এর মধ্যে গত দুই যুগে সড়কটি পাকা করা তো দূরের কথা, সংস্কারও হয়নি। বর্তমানে সড়কটির অবস্থা খুবই খারাপ। সড়ক ছোট–বড় খানাখন্দে ভরে গেছে। বৃষ্টির সময় এলাকাবাসীর দুর্ভোগের সীমা থাকে না। ওই সড়কের দুই পাশে প্রায় ৫০০ পরিবারের তিন হাজারের বেশি মানুষ বসবাস করে। বিদ্যালয়, কর্মস্থলে যাওয়াসহ নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াতের একমাত্র সড়ক সেটি।