default-image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হঠাৎ বিদ্যুতের তার ছিড়ে শরীরে জড়িয়ে প্রাণ গেছে ১০ বছরের এক শিশুর। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনা সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শিশুর নাম আবদুর রহমান। সে চুনা গ্রামের আবদুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনা সেতুসংলগ্ন এলাকায় গফুর গাজীর বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের প্রধান লাইনের তার গেছে। সকালে আবদুর রহমান বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ বিদ্যুতের প্রধান লাইনের তার ছিড়ে তাঁর গায়ে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই সে মারা যায়।

বিদ্যুতের তার ছিড়ে স্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন