অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও ক্রেতাদের ওজনে কম দেওয়ার অপরাধে হবিগঞ্জের পাঁচটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার হবিগঞ্জ শহর, মাধবপুর উপজেলা ও শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
র্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ্র নেতৃত্বে হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হবিগঞ্জ শহরের আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের রূপক চন্দ্র দাসকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধে জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারের কৃষ্ণ চন্দ্র মোদককে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।