হবিগঞ্জে টিলা কাটায় ২ জনকে ৬ মাস করে কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

হবিগঞ্জে টিলা কাটার অভিযোগে সিরাজ মিয়া (৫৫) ও সবুজ মিয়া (৪৮) নামের দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।

পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিনি এ রায় প্রদান করেন। এটা হবিগঞ্জে পরিবেশবিষয়ক অপরাধে প্রথম সাজার রায়।

আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের তেঁতুলিয়াপাড়া গ্রামের সিরাজ মিয়া ও সবুজ মিয়া তাঁদের বাড়ির পাশের প্রাকৃতিক টিলা কেটে বাড়ি নির্মাণ করছিলেন। এ সংবাদ পেয়ে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক আবুল মুনসুর মোল্লার নেতৃত্বে অধিদপ্তরের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বেশ কয়েকটি টিলা কাটা হয়েছে। একেকটি টিলা ৫০ ফুট প্রস্থ ও ৩০ ফুট উচ্চতায় কাটা হয়েছে। এ সময় সিরাজ ও সবুজ পরিবেশ অধিদপ্তরের লোকজনদের জানান, নিজেদের প্রয়োজনে টিলাগুলো তাঁদের কাটতে হয়েছে।

বাড়ির পাশের প্রাকৃতিক টিলা কেটে বাড়ি নির্মাণ করছিলেন তেঁতুলিয়াপাড়া গ্রামের সিরাজ মিয়া ও সবুজ মিয়া।

এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক আবুল মুনসুর মোল্লা বাদী হয়ে সিরাজ মিয়া ও সবুজ মিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ১৯ জানুয়ারি হবিগঞ্জ আদালতে একটি মামলা করেন।

আদালতে এ মামলায় আটজন সাক্ষী সাক্ষ্য দেন। আসামিরা এ টিলা কাটার বৈধতা প্রমাণ করতে ব্যর্থ হন। বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে হবিগঞ্জের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন সাজা ঘোষণা করেন। পরে আদালতের নির্দেশে আসামিদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।