হবিগঞ্জে পুকুর ভরাট করায় বাপার উদ্বেগ

বাপার একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করে। শুক্রবার হবিগঞ্জ শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়
ছবি: প্রথম আলো

হবিগঞ্জ শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর ভরাট করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। আজ শুক্রবার বাপার একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে এ উদ্বেগ প্রকাশ করে। বাপা জানায়, স্বয়ং হবিগঞ্জ পৌরসভা পুকুরটি ভরাট করছে, যা পরিবেশের জন্য হুমকি।

বাপার পরিবেশবাদীরা জানান, পুকুরটি তিন দিন ধরে ভরাট করা হচ্ছে। হবিগঞ্জ পৌরসভা বিপণিবিতান তৈরি করতেই পুকুরে মাটি ভরাটের কাজ চলছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বাপার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, জলাবদ্ধতা ও ভূগর্ভস্থ পানি–সংকটে বিপর্যস্ত হবিগঞ্জ পৌরসভা। ঠিক তখনই চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়–সংলগ্ন পুকুর ভরাট করছে হবিগঞ্জ পৌরসভা। এটি একটি নিন্দনীয় বেআইনি কাজ। পৌর এলাকার সব পুকুর ও প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধার ও সংরক্ষণে সবার আগে পৌরসভা এগিয়ে আসা উচিত।

পরিদর্শন দলে ছিলেন বাপা হবিগঞ্জ শাখার সভাপতি মো. ইকরামুল ওয়াদুদ, সহসভাপতি মনসুর উদ্দিন আহমেদ, তাহমিনা বেগম, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী মুজাহদিুল ইসলাম, বাপা হবিগঞ্জের কোষাধ্যক্ষ শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বাপা সদস্য আবদুল হান্নান।

এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়রের মুঠোফোনে কল করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়। মেয়রের ব্যক্তিগত সহকারী আশিষ কুমার বলেন, মেয়র আতাউর রহমান পবিত্র ওমরাহ পালনে বর্তমানে সৌদি আরবে আছেন।