default-image

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বানিয়াচং উপজেলার নাগুড়া এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আজ সোমবার দুপুরে আয়োজিত মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয়টি জেলা কৃষি গবেষণা ইনস্টিটিউটকে ঘিরে স্থাপনের দাবি জানানো হয়।

হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের শিবগঞ্জ বাজারে আয়োজিত মানববন্ধনে আন্দোলনকারীরা বলেন, নাগুড়া কৃষি গবেষণা কেন্দ্রে সরকারের ১০০ একর জমি রয়েছে। এ ছাড়া এর আশপাশে রয়েছে আরও কয়েক হাজার অনাবাদি জমি। একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এ স্থানটি উপযুক্ত। কিন্তু একটি প্রভাবশালী মহল ওই স্থানে বিশ্ববিদ্যালয়টি স্থাপন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে।

বক্তারা বলেন, নাগুড়া কৃষি গবেষণা কেন্দ্র ছাড়া অন্য কোথাও বিশ্ববিদ্যালয়টি স্থাপন হলে সরকারের বিপুল পরিমাণ অর্থের অপচয় ঘটবে। সরকারে অর্থ সাশ্রয় করতে হলে ওই স্থানই বেছে নিতে হবে। পাশাপাশি জেলা সদর থেকে যাতায়াতের ক্ষেত্রেও এ স্থানটি এলাকার ৯০ শতাংশ মানুষের পছন্দ।

ফরিদ আহমেদের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য দেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, আবুল খায়ের স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কামাল হোসেন, স্থানীয় বড়উইড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মহিবুর রহমান, আবদুর রকিব, মোছাব্বির মিয়া, মুকিত মিয়া, রুহুল আমিন, সুবেদ আলী, জসিম উদ্দিন, কামরুজ্জামান, ওমর আলী প্রমুখ।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0