হবিগঞ্জ শহরে তরুণের লাশ উদ্ধার
হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নিজাম উদ্দিন (২৬) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকার (বাগানবাড়ি নামক স্থানে) একটি পরিত্যক্ত ভিটেয় এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকাবাসী। বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা–পুলিশকে অবহিত করা হলে রাত সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত তরুণ শহরের কলেজ রোড এলাকায় অবস্থিত ঢাকা ফুসকা হাউস নামে একটি ফাস্ট ফুডের দোকানের কর্মচারী ছিলেন। তিনি শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় বাসা ভাড়া নিয়ে তাঁর মামার সঙ্গে বসবাস করতেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী প্রথম আলোকে জানান, নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে। তিনি মাধবপুর উপজেলার মনতলার হরিণখোলা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে। ওসি আরও জানান, লাশের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।