হাঁসে ধান খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেল একজনের
বাগেরহাটের রামপালে ধানখেতে হাঁস ঢুকে ধান খাওয়া নিয়ে বিরোধের জেরে আজাবুর ফকির ওরফে ওমর ফারুক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় রামপাল উপজেলার উজলকুড় এলাকায় এ মারামারির ঘটনা ঘটে।
প্রতিপক্ষের হামলায় ওমর ফারুক ও তাঁর ভাই মো. মিজান ফকির (৪৬) আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওমর ফারুককে মৃত বলে ঘোষণা করেন। নিহত ওমর ফারুক উজলকুড় গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উজলকুড় গ্রামে আলী শেখ নামের এক ব্যক্তির জমিতে গিয়ে একই গ্রামের ওমর ফারুকের হাঁস ধান খেয়েছে, এমন অভিযোগে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে ওমর ফারুকের বাড়ির রাস্তার ওপর দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ওমর ফারুক ও তাঁর বড় ভাই মিজান ফকির গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওমর ফারুকের মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের মুখমাত্র পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, জমির ধান খাওয়া নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটি থেকে মারামারি বাঁধে দুই প্রতিবেশীর। এ সময় এক পক্ষের হামলায় আহত ওমর ফারুক নামের এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় চিংড়িঘেরের দখল নিয়ে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ১২ জন আহত হন।