হাকিমপুরের তিন ইউপিতে আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’

নির্বাচন
প্রতীকী ছবি

দ্বিতীয় ধাপে দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তিনটি ইউনিয়নে এখন পর্যন্ত ১৪ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন দুজন।

উপজেলার খট্টামাধবপাড়া, বোয়ালদাড় ও আলীহাট—তিনটি ইউনিয়নেই এবার চেয়ারম্যান পদে নতুনদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে খট্টামাধবপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল মালেক মণ্ডল। এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা কাওছার রহমান। এ ছাড়া জামিলউদ্দিন ও বিএনপি নেতা আবদুল মালেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সদরুল ইসলামকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা মেফতাহুল জান্নাত এবং নুরুল ইসলাম। তবে আলীহাট ইউনিয়নে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই।

উপজেলা নির্বাচন কমিশন অফিসের তথ্য অনুযায়ী খট্টামাধবপাড়া ইউনিয়নে ৪ জন, বোয়ালদাড়ে ৪ জন এবং আলীহাটে ৬ জনসহ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ জন। এ ছাড়া ৩টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১১৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৩৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ২২ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, এখনো প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে। বিদ্রোহী দুজনের সঙ্গে আলোচনা চলছে। দলের স্বার্থে তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করবেন। তবে প্রার্থিতা প্রত্যাহার না করলেও দলীয় মনোনীত প্রার্থীর জন্য এ ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।

দলীয় সিদ্ধান্ত না মানলে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সে ক্ষেত্রে দলের সংবিধান ও গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।