চাঁদপুর জেলার মানচিত্র

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ১০ বছরের শিশুসহ একই পরিবারের চারজন ধর্ষণের শিকার হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায়। শিশুটি মারা গেছে বলেও গুজব ছড়িয়ে পড়ে। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের হাজীগঞ্জ শাখার সভাপতি রুহিদাস বণিক সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বক্তব্যে বিষয়টিকে গুজব বলে উল্লেখ করেন।

ধর্ষণের গুজব ছড়িয়ে পড়ার পর হাজীগঞ্জে জড়ো হন গণমাধ্যমের কর্মীরা। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তাঁরা। কিন্তু এমন কোনো ঘটনা কেউ নিশ্চিত করতে পারেননি। সবাই এটাকে গুজব বলে উল্লেখ করেন।

হাজীগঞ্জ উপজেলা হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র সাংবাদিকদের বলেন, হাজীগঞ্জ উপজেলার কোথাও কোনো পরিবারে ধর্ষণের ঘটনা ঘটেনি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ‘একই পরিবারের চারজন ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি বড় ধরনের গুজব। আমরা সব জায়গায় লোকজন পাঠিয়েছিলাম। এ ধরনের কোনো ধর্ষণের বিষয় জানা যায়নি। থানায় এ ধরনের কোনো অভিযোগও আসেনি।’

চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন সংবাদকর্মীদের বলেন, ‘বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। বাস্তবে এ ধরনের কোনো ঘটনা কোথাও ঘটেনি। গুজব ছড়িয়ে সবাইকে হয়রানির মধ্যে রাখা হয়েছে।’

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ গুজব। ইতিমধ্যে উপজেলার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা নিশ্চিত করেছেন, চাঁদপুরের কোথাও এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’