চট্টগ্রামের হাটহাজারীতে প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর পাড়ের মাটি বিক্রি করার দায়ে সাবেক এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মুহাম্মদ জসিম। তিনি উপজেলার চিপাতলী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা।
ইউএনও শাহিদুল আলম প্রথম আলোকে বলেন, মুহাম্মদ জসিম ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদামতল এলাকায় নদীর বাঁধ-সংলগ্ন এলাকা থেকে কয়েক দিন ধরে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করছিলেন বলে অভিযোগ ছিল। গতকাল বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা মিলেছে। এ সময় মাটি খননের কাজে ব্যবহৃত ট্রাক ও এক্সকাভেটর চালককে আটক করা হয়। পরে তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাবেক ওই জনপ্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।