হাতকড়াসহ আসামির পলায়ন, দুই পুলিশকে প্রত্যাহার
রংপুরের বদরগঞ্জে হাতকড়াসহ ওসমান গনি নামে মাদক মামলার এক আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বদরগঞ্জ থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
ওই দুই পুলিশ সদস্য হলেন বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম ও কনস্টেবল আলমগীর হোসেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল চারটার দিকে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ফেসকি কদমতলা এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ ওসমান গনিকে (৩০) বদরগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বাড়ি উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামে।
রোববার সকাল সাতটার দিকে ওসমান গনি পেটব্যথার কথা জানালে চিকিৎসার জন্য পুলিশ তাঁকে থানা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতাল থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি হাতকড়াসহ পালিয়ে যান। ঘটনার পর থেকে তাঁকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
বেলা তিনটার দিকে দেখা যায়, বদরগঞ্জ উপজেলার দামোদরপুরের বারোবিঘা ও আমরুলবাড়ি আসমতপাড়া গ্রামের বাসাবাড়িসহ আশপাশের বিভিন্ন জঙ্গলে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরিফ আলী জানান, ওসমান গনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। হাসপাতাল থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর পুলিশের ধাওয়ায় দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সফিকুল ইসলামের বাড়িতে দুপুর ১২টার দিকে আশ্রয় নেন ওসমান গনি। সেখানে পোশাক পরিবর্তন করে অজ্ঞাত স্থানে চলে যান তিনি। এ ঘটনায় ওই ইউপি সদস্যকে আটক করা হয়েছে।
আরিফ আলী জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই আবুল কালাম ও কনস্টেবল আলমগীর হোসেনকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ওসমান গনির বিরুদ্ধে হত্যা মামলাসহ থানায় একাধিক মামলা আছে।