নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম রিয়াজ উদ্দিন (২২)। এ ঘটনায় আহত হয়েছেন রিয়াজের দুই ভাই। গতকাল শুক্রবার রাত আটটার দিকে তমরুদ্দি লঞ্চঘাটসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের আঠারোবেকি গ্রামের বেলাল উদ্দিনের তিন ছেলে নদীতে মাছ ধরতে যান। রাত আটটার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে বড় ছেলে রিয়াজ উদ্দিন (২২) ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া আহত হন আরও দুজন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় রিয়াজ উদ্দিন নামের ওই তরুণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।