সিলেট জেলার মানচিত্র

সিলেটের গোয়াইনঘাটে মেহেদি লাগানো হাত ধোয়ার সময় ডোবার পানিতে ডুবে খালাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার পশ্চিম মরজাতপুর গ্রামের আহমদ আলীর বাড়ির পাশের ডোবা থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

তারা হলো তানজিনা আক্তার (৬) ও তাবাসসুম আক্তার (৫)। তানজিনা উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের কান্দিগ্রামের আজির উদ্দিনের মেয়ে ও তাবাসসুম ঘোষগ্রামের আলিম উদ্দিনের মেয়ে। তারা আজ সকালে পরিবারের সঙ্গে মরজাতপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল।

পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, সকাল থেকে বাড়ির পাশেই খেলছিল দুই শিশু। আহমদ আলীর প্রতিবেশীর বাড়িতে বিয়ের আয়োজন ছিল। বিয়েবাড়ির লোকজনের দেখাদেখি তাঁরা নানাবাড়িতে এসে হাতে মেহেদি লাগিয়েছিল। দুপুরের দিকে স্বজনেরা দুই শিশুকে ডাকাডাকি করে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। পরে বেলা তিনটার দিকে বাড়ির পাশের ডোবা থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বলেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে ওই বাড়িতে পাঠিয়ে স্বজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি।’

তিনি বলেন, দুই শিশুর হাতে মেহেদি লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, হাতের শুকিয়ে যাওয়া মেহেদি পানিতে ধুতে বাড়ির পাশের ডোবায় নেমেছিল ওরা। গতরাতে বৃষ্টি হওয়ায় ডোবা পানিতে পূর্ণ ছিল। হাত ধোয়ার সময় প্রথমে একজন পড়ে গিয়ে থাকতে পারে। হয়তো তাকে বাঁচাতে গিয়ে অন্য শিশুটিও ডোবার পানিতে পড়ে গেছে।

পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য আলীম উদ্দিন বলেন, প্রতিবেশীর বাড়িতে বিয়ের আয়োজন কেন্দ্র করে আশপাশের কয়েক বাড়িতে উৎসবের আমেজ ছিল। দুই শিশুর মৃত্যুর খবরে সেটি বিষাদে রূপ নিয়েছে। ওই বাড়িতে শোকের মাতম চলছে। অনেকে সান্ত্বনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সন্ধ্যা ছয়টার দিকে দুই শিশুর লাশ পরিবারের লোকজন গেছেন বলে জানান আলীম উদ্দিন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।