হালুয়াঘাটে জামাতাকে হত্যার অভিযোগে থানায় মামলা নেওয়ার দাবি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে জামাতা মাজহারুল ইসলামকে (২৮) হত্যার অভিযোগে থানায় মামলা নেওয়ার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট শহরের থানার মোড়ে নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এই দাবি জানানো হয়। কর্মসূচি শেষে হত্যা মামলা নেওয়ার জন্য থানায় স্মারকলিপি দেওয়া হয়।
নিহত মাজহারুল ইসলাম উপজেলার বড়দাসপাড়া গ্রামের নিজামুল ইসলামের ছেলে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার কৈচাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ আহমেদ, নাগরিক কমিটির সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা হুমায়ূন কবির, নিহত মাজহারুলের বাবা নিজামুল ইসলাম ও বড় বোন নিলুফা ইয়াসমিন।
বক্তারা জানান, গত ২৭ মার্চ উপজেলার কৈচাপুর ইউনিয়নের নগরিয়াপাড়া গ্রামে শ্বশুরবাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় মাজহারুলের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার আলামত ও পারিপার্শ্বিক অবস্থায় বোঝা যায়, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। মাজহারুলকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে আত্মহত্যার নাটক সাজান। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা হত্যা মামলায় রূপান্তর করার দাবি জানিয়েছেন তাঁরা।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে হত্যা না আত্মহত্যা, বিষয়টি জানা যাবে। তখন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলাটির তদন্ত চলছে।