অগ্নিকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাসেম ফুডস লিমিটেডের ছয়তলা ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। ভয়াবহ আগুনে ভবনের পাঁচতলার সিলিংয়ের একটি অংশ ধসে পড়েছে। আগুনের তীব্রতায় ভবনের পলেস্তারা, টাইলস, লোহার গ্রিল ও থাই জানালা পুড়ে গলে গেছে। ৩৫ হাজার বর্গফুটের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনটি ব্যবহারের অনুপযোগী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন

দীর্ঘস্থায়ী আগুন, প্রাণহানি

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আগুনে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ভবনের ভেতরের পলেস্তারা, টাইলস ও লোহার গ্রিল ব্যাপক ক্ষতি হয়েছে। কোনোভাবেই ভবনটি ব্যবহার করা যাবে না। ভবনটি তাঁরা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করবেন।

এ বিষয়ে ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমণি শর্মা প্রথম আলোকে বলেন, আগুনে পুরো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের পলেস্তারা, টাইলসসহ বিভিন্ন অংশ পুড়ে খসে পড়েছে। পাঁচতলার সিলিংয়ের ছাদের বড় একটি অংশ ভেঙে পড়েছে। ভবনটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী বলে তিনি জানান।

আরও পড়ুন

এত বড় ভবনে সিঁড়ি মাত্র দুটি

গত বৃহস্পতিবার বিকেলে হাসেম ফুডস লিমিটেডে আগুন লাগে। আগুনের ঘটনায় প্রথম দিন তিনজনের মৃত্যু হয়। আহত হন অর্ধশত শ্রমিক। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের ১৮টি ইউনিট ২০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ওই ভবনের চারতলা থেকে ২৬ নারীসহ ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়। নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও গুরুতর আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্‌।