১০ কিলোমিটার ধাওয়া করে ৫২ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ করল পুলিশ

নাটোর জেলার মানচিত্র

দাঁড়ানোর সংকেত উপেক্ষা করে দ্রুত চলে যাচ্ছিল একটি ট্রাক। এতে সন্দেহ হয় পুলিশের। সে জন্য ট্রাকটিকে ধাওয়া করে পুলিশ। প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে চালক নিজের বাড়ির সামনে ট্রাকটি রেখে পালিয়ে যান। এরপর ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ৫২ কেজি ওজনের দুই বস্তা গাঁজা উদ্ধার করে। বাড়িটি থেকে আটক করা হয় দুই নারীকে।

গতকাল সোমবার রাতে নাটোর সদর উপজেলার তেলকুপি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ট্রাকচালকের নাম সাগর মোল্লা। আর আটক দুই নারী হলেন সাগরের স্ত্রী নীলা বেগম (৩০) ও তাঁর চাচি সোনালী বেগম (৪০)। ওই দুই নারীকে আজ মঙ্গলবার মাদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় একটি ট্রাককে সন্দেহজনকভাবে নলডাঙ্গার দিকে যেতে দেখে পুলিশের টহল দল। সংকেত দিলেও ট্রাকটি না থামিয়ে দ্রুতগতিতে চলে যান চালক। এরপর ট্রাকটিকে ধাওয়া করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নীলা বেগম পুলিশকে জানান, ট্রাকটি তাঁর স্বামী সাগর মোল্লার। তিনি লালমনিরহাট জেলা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে নিজেই ট্রাক চালিয়ে আসছিলেন।

ওসি শফিকুল ইসলাম আরও বলেন, পুলিশ গাঁজা বহনকারী ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁদের সদর আমলি আদালতে হাজির করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।