default-image

সিলেটে গত ১০ দিনে (২১ থেকে ৩০ এপ্রিল) করোনায় সংক্রমিত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। তবে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত কারও মৃত্যু হয়নি।

সিলেটের স্বাস্থ্য বিভাগের করোনাসম্পর্কিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত মাসে সিলেটে করোনায় সংক্রমিত হয়ে সর্বোচ্চ মৃত্যুর (৫৪ জন) রেকর্ড হয়েছে। এর আগে গত বছরের জুলাই মাসে করোনায় সর্বোচ্চ ৪৭ জন মারা যান। গত ২৭ এপ্রিল সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়।  

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট জেলায় করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা হয়েছে ১৩ হাজার ২৭০। এর বিপরীতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৬১৬ জন। করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২১৪ জন।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, লকডাউনের প্রভাবে করোনায় সংক্রমিত হওয়ার হার এখন নিম্নমুখী। তবে মৃত্যুর সংখ্যা কমছিল না। কিন্তু গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো প্রাণহানি না হওয়ার বিষয়টি প্রশান্তির। তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানান।

মন্তব্য করুন