১০ লাখ টাকার ভবন ২০ হাজারে বিক্রি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০ হাজার টাকায় বিক্রি হওয়া বিদ্যালয় ভবন
ছবি: প্রথম আলো

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি প্রাথমিক বিদ্যালয় ভবন মাত্র ২০ হাজার টাকা নিলামে বিক্রির অভিযোগ উঠেছে। এত কম টাকায় ভবনটি বিক্রি করায় স্থানীয় ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। এ কারণে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৯১ সালে এ ভবনটি নির্মাণ করা হয়।

স্থানীয় বাসিন্দা এমদাদ আলী, বয়জার রহমানসহ একাধিক ব্যক্তি বলেন, গত সোমবার সকালে উপজেলা শিক্ষা কার্যালয়ে নিলাম ডাক হওয়ার কথা ছিল। কিন্তু গোপনে এ নিলাম ডাক অনুষ্ঠিত হয়। ডাকে সবুজ হাসান নামের এক ব্যক্তি একাই অংশগ্রহণ করেন। তিনি ২০ হাজার টাকায় ভবনটি কিনে নেন।

এলাকাবাসী আরও বলেন, নিলাম ডাকের ব্যাপারে কোনো বিজ্ঞাপন ও মাইকিং হয়নি। সিন্ডিকেটের মাধ্যমে এত কম মূল্যে ভবনটি বিক্রি করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নিলাম কমিটির সদস্য মোছা. উম্মেহানী বলেন, নিলামে কত টাকায় ভবনটি বিক্রি হয়েছে, তা তিনি জানেন নাঙ

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, নিয়ম মেনে সরকারি মূল্যের চেয়ে বেশি মূল্যে ভবনটি বিক্রি করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন, প্রাক্কলন তৈরির সময় পাওয়া মালামালের মূল্য ধরা হয়েছে ৯৫ হাজার টাকা এবং মালামাল ভাঙার খরচ ধরা হয়েছে ৭৯ হাজার টাকা। সে অনুযায়ী নিলাম বিক্রির সরকারি মূল্য ধরা ছিল ১৬ হাজার টাকা। প্রাক্কলন অনুযায়ী ভবন বিক্রি করা হয়েছে।