ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে ‘আবেদন ফরম’ বিক্রির অভিযোগ উঠেছে। কোনো ধরনের রসিদ ছাড়াই প্রতিটি ফরম বিক্রি করা হচ্ছে ১০ হাজার টাকা করে।
ইতিমধ্যে ৭৭ জন দলীয় মনোনয়নপ্রত্যাশী এই ফরম সংগ্রহ করেছেন। যদিও নির্বাচনে প্রার্থী হতে এমন কোনো ফরমের প্রয়োজন হয় না।
আগামী ২৮ নভেম্বর উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য ১৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়। এরপরই দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে আবেদন ফরম বিক্রি শুরু করে উপজেলা আওয়ামী লীগ। গতকাল রোববার দুপুর পর্যন্ত চেয়ারম্যান পদে ৭৭ জন মনোনয়নপ্রত্যাশী প্রতিটি ফরম ১০ হাজার টাকা করে সংগ্রহ করেছেন। যাচাই-বাছাইয়ের পর ৭৪ জনের আবেদন ফরম জমা নেওয়া হয়েছে। এসব ফরম জেলা আওয়ামী লীগের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলার দুর্গানগর ইউপির চেয়ারম্যান পদে রয়েছেন আফসার আলী। তিনি প্রথম আলোকে বলেন, উপজেলা থেকে কেন্দ্রে মনোনয়নপ্রত্যাশীদের তালিকা পাঠানোর জন্য প্রত্যেকের কাছ থেকে খরচ বাবদ ১০ হাজার টাকা নিয়ে এরপর আবেদন ফরম দেওয়া হচ্ছে। ১০ হাজার টাকার নিচে কাউকে ফরম দেওয়া হয়নি। ফরম না নিলে কেন্দ্রে পাঠানো তালিকায় নাম থাকবে না বলেও জানানো হয়েছে।
১০ হাজার টাকায় আবেদন ফরম বিক্রির বিষয়ে অভিযোগ করেছেন উপজেলার বড় পাঙ্গাসী ইউপির চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক ও পঞ্চক্রোশী ইউপির বর্তমান চেয়ারম্যান তৌহিদুল আলমও।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, টাকার বিনিময়ে আবেদন ফরম কিনতে হচ্ছে মনোনয়নপ্রত্যাশীদের। এটা চাঁদাবাজি নয়। এই অর্থ দিয়ে নির্বাচন-সংক্রান্ত কাজে ঢাকায় যাতায়াতসহ অন্যান্য খরচ বহন করা হবে। বাকি অর্থ দলের তহবিলে দেওয়া হবে।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির বলেন, আবেদন ফরম বিক্রির মাধ্যমে জোর করে টাকা নেওয়া হচ্ছে, এমন অভিযোগ সত্য নয়। ইউপি নির্বাচনে দলের অনেক সচ্ছল ব্যক্তি অংশ নিতে এগিয়ে এসেছেন। তাই তাঁদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়া হচ্ছে। এসব অর্থ দলীয় কর্মসূচি বাস্তবায়নে খরচ করা হবে।