লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন
১৫ কেন্দ্রের কোথাও জাতীয় পার্টির এজেন্ট ছিল না
উপনির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে ১৩৬টি কেন্দ্রে। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ১৫টি কেন্দ্র ঘুরে দেখেন এই প্রতিবেদক। এসব কেন্দ্রে ছিল না জাতীয় পার্টির কোনো পোলিং এজেন্ট।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটায়। এর এক ঘণ্টা পর সকাল নয়টার দিকে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তোলেন জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত ১৫টি ভোটকেন্দ্র ঘুরে কোথাও জাতীয় পার্টির এজেন্টদের দেখা যায়নি।
উপনির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে ১৩৬টি কেন্দ্রে। সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ১৫টি কেন্দ্র ঘুরে দেখেন এই প্রতিবেদক। এসব কেন্দ্রে ছিল না জাতীয় পার্টির কোনো পোলিং এজেন্ট। ভোটার উপস্থিতিও ছিল কম। ভোটকেন্দ্রের বাইরেও জাতীয় পার্টির নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়নি।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ। নুরউদ্দিন চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বেলা দেড়টার দিকে শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ বলেন, কেন্দ্র থেকে তাঁর পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে। কেন্দ্রের ভেতর শুধু ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা অবস্থান করছেন। প্রিসাইডিং কর্মকর্তাদের বললেও তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
তবে আওয়ামী লীগ প্রার্থী নুরউদ্দিন চৌধুরী বলেন, জাতীয় পার্টির প্রার্থী মিথ্যাচার করছেন। তাঁদের কোনো এজেন্ট বের করে দেওয়া হয়নি। নিশ্চিত পরাজয় জেনে তাঁর এজেন্টরা চলে গেছেন। দলীয় কোন্দলের কারণে তিনি এজেন্ট দিতে পারেননি।
বেলা একটার দিকে চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে প্রিসাইডিং কর্মকর্তা আবদুল সাত্তার জানান, জাতীয় পার্টির প্রার্থীর এজেন্ট নেই তাঁর কেন্দ্রে। কেউ আসেননি।
দুপুর ১২টার দিকে হায়দারগঞ্জ তাহেরিয়া আর এম কামিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিজয় কৃষ্ণ কীর্তনীয়া জানান, সকালে জাতীয় পার্টির দুজন পোলিং এজেন্ট এসেছিলেন। কিন্তু পরে আর তাঁদের খুঁজে পাওয়া যায়নি।
বেলা ১১টার দিকে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাহাউদ্দিন বলেন, লাঙ্গল প্রতীকের এজেন্ট সকালে এসেছিলেন। ভোট গ্রহণ শুরুর পর থেকে তাঁদের খুঁজে পাওয়া যায়নি।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ছিল। এজেন্ট বের করে দেওয়ার কোনো অভিযোগ তিনি পাননি বলেও জানান।
গত ২২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচিত সাংসদ শহিদ ইসলাম ওরফে পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়। ওই দিনই গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় পাপুলের আসনটি শূন্য হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-২ আসনে মোট ভোটকেন্দ্র ১৩৬টি। বুথ রয়েছে ৯৭৯টি। পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৬৪ ও নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ২৯৯ জন।