১৬ কেজির চিতল ৩৩ হাজারে বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়া ১৬ কেজি ওজনের চিতল মাছ ৩৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার দুপুরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট থেকে চিতলটি বিক্রি হয়।
আজ সকাল ১০টার দিকে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে জেলে আজগর হালদারের জালে বড় একটি চিতল মাছ ধরা পড়ে। দুপুরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে শাকিল-সোহান মৎস্য আড়তে চিতলটি বিক্রির জন্য নিয়ে আসেন আজগর। আড়তে ওজন দিয়ে দেখা যায় চিতলটির ওজন ১৬ কেজি। নিলামের মাধ্যমে শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী শাহজাহান শেখ চিতলটি ৩২ হাজার টাকায় কিনে নেন। পরে তিনি চিতলটি ৩৩ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, পদ্মায় প্রায়ই বাগাড়, পাঙাশ, কাতলা মাছ ধরা পড়ে। তবে সাধারণত এত বড় চিতল মাছ খুব বেশি দেখা মেলে না। মাছটি নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় কিনে মুঠোফোনে ঢাকাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেন। পরে ২ হাজার ১০০ টাকা কেজিদরে ৩৩ হাজার ৬০০ টাকায় চিতলটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। চিতলটি কর্কশিটের বাক্সে করে মোটরসাইকেলে করে ঢাকায় পাঠানো হয়েছে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাশসহ নানা ধরনের দেশীয় সুস্বাদু মাছ মাঝেমধ্যে পাওয়া যাচ্ছে। তবে মিঠাপানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না।