রাজবাড়ীর গোয়ালন্দে ৩৫ হাজার টাকায় ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার টাকায় নিলামে ময়মনসিংহ এলাকার এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে চর দৌলতদিয়া এলাকার জেলে নারায়ণ হালদার চর করনেশনা এলাকায় জাল নিয়ে মাছ ধরতে যান। দুপুরে জাল গুটিয়ে নৌকায় তোলার সময় দেখেন, বড় একটি কাতলা ধরা পড়েছে। এরপর তিনি মাছটি বিক্রির জন্য ফেরিঘাট টার্মিনালসংলগ্ন মাছবাজারে নিয়ে আসেন। সেখানে মাছটি নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৩৫০ টাকায় মাছটি কিনে নেন।
পরে মাছটি ময়মনসিংহ এলাকার এক ব্যবসায়ী কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় বিক্রি করে দেন শাহজাহান শেখ। তিনি বলেন, অনেক দিন পর এত বড় মাছ ধরা পড়েছে। বড় মাছের চাহিদা সব সময় বেশি থাকে। আর পদ্মার মাছ হলে তো কোনো কথাই নেই।
উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীতে মাঝেমধ্যেই বড় রুই, কাতলা, বোয়াল, পাঙাশ, বাগাড়জাতীয় মাছ পাওয়া যাচ্ছে। এ ধরনের মাছ পাওয়ায় জেলেদের পাশাপাশি ব্যবসায়ীরাও খুশি। এ ধরনের বড় মা মাছ অভয়াশ্রম করে সংরক্ষণ করা যায় কি না, সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।