২৪ ঘণ্টায় সিলেটে করোনা সংক্রমণ বেড়েছে দুই শতাংশের বেশি
সিলেট বিভাগে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৮৬৯ জনের। শনাক্তের হার ৮ দশমিক ৮৬। গতকাল বিভাগে আক্রান্তের হার ছিল ৬ দশমিক ৬২।
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও বেড়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন থাকলেও আজ সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ১৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল।
আজ দুপুর সাড়ে ১২টায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আজ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট শনাক্তের সংখ্যা ৫৫ হাজার ৪৫৬। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫০ হাজার ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯ জন সুস্থ হয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সরকারিভাবে ১১টি বিধিনিষেধ জারি করা হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে।